ad728

জাতীয় নির্বাচন সামনে রেখে ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জাতীয় নির্বাচন সামনে রেখে ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি।ডেস্ক রিপোর্ট:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ লাখেরও বেশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য মূল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচন ভবন
ইসির ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এবারের প্রশিক্ষণ কার্যক্রম প্রায় চার মাসব্যাপী চলবে এবং ভোটগ্রহণের চার-পাঁচ দিন আগেই শেষ হবে। প্রশিক্ষণে মোট ২৩ ধরনের নির্বাচন-সম্পর্কিত কাজ শেখানো হবে।

তিনি বলেন, গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখে এবার আমরা সম্ভব হলে নতুন ও তরুণ কর্মকর্তাদের বেশি অন্তর্ভুক্ত করতে চাই। নতুনদের নির্বাচন সম্পর্কে ধারণা কম থাকে, তাই তাদের আরও গভীরভাবে প্রশিক্ষণ দিতে হবে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, প্রশিক্ষণের অংশ হিসেবে ‘ট্রেইনিং অব ট্রেইনারস’ (টিওটি) প্রোগ্রাম শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

টিওটির ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন উইং, জেলা-উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ প্রায় ৩,৬০০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, এসপি, ডিআইজি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্যও ব্রিফিং বা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ভোটের সময় মাঠপর্যায়ে বিধি-নিষেধ মেনে চলার জন্য নির্বাচনী তদন্ত কমিটির সদস্য, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদেরও আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

এস এম আসাদুজ্জামান বলেন, এবারের প্রশিক্ষণে নতুন কিছু যুক্ত হয়েছে। প্রথমত, নির্বাচনী আইন, বিধি ও প্রক্রিয়া শেখানো হবে। দ্বিতীয়ত, ভোটগ্রহণের আগে থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি হাতে-কলমে শেখানো হবে। তৃতীয়ত, কর্মকর্তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য মোটিভেশনাল সেশন রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যেন মনে করেন তিনি ওই কেন্দ্রের ‘প্রধান নির্বাচন কমিশনার’। তাদের আত্মবিশ্বাস তৈরি করাটাই আমাদের বড় চ্যালেঞ্জ।

এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চায়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ